> প্রত্যেক শিক্ষার্থীকে এসেম্বলী শুরু হওয়ার ১৫ মিনিট পূবে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে।
> বিদ্যালয় ছুটির আধ ঘন্টার মধ্যে অভিভাবকের নিজ দায়িত্বে ছাত্র/ছাত্রীদেরকে বিদ্যালয় থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে।
> কোন কারণে বিদ্যালয়ে আসতে না পারলে যথারীতি আবেদন পত্র পেশ করতে হবে এবং তাতে অভিভাবকের স্বাক্ষর থাকতে হবে।
> ছাত্র/ছাত্রীদেরকে অবশ্যয়ই বিদ্যালয় নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে ক্লাসে আসতে হবে।
> প্রতি মাসের ১ থেকে ৭ তারিখের মধ্যে চলতি মাসের বেতন পরিশোধ করতে হবে।
> পরীক্ষা চলাকালীন সময়ে কোন অভিভাবক বা তাঁর পক্ষ থেকে কোন ব্যক্তি পরীক্ষা কেন্দ্রর নির্ধারিত সীমায় প্রবেশ করতে পারবে না।
> কোন ছাত্র/ছাত্রীদের বিদ্যালয় ছেড়ে অন্য কোন প্রতিষ্ঠানে যেতে চাইলে উপযুক্ত কারণ দেখিয়ে ছাড়পত্র গ্রহণ করতে হবে।
> বিদ্যালয়ের প্রয়োজনে অভিভাবকগণের কোন সম্মেলন আহ্বান করা হলে তাতে উপস্থিতি, বিলম্বে উপস্থিতি, স্বাস্থ্য, পোশাক, পরিস্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য অনিয়ম সম্পর্কে দেয়া শিক্ষকের মন্তব্যের প্রতি অভিভাবক সজাগ দৃষ্টি রাখবেন।
> অভিভাবকগণ তাদের মতামত ও পরামর্শ প্রতিষ্ঠান কর্তৃক দেয়া ডায়েরীর মাধ্যমে অবগত করাতে পারবেন।