Month: February 2022
বই বিতরণ
আজ পহেলা জানুয়ারি গ্রীণ লীফ্ চাইল্ড স্কুল কর্তিক আয়োজিত বই বিতরন অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ের কোমল শিক্ষার্থীদের মধ্যে বই তুলে দেন। ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, রায়পুর কে সি উচ্চ বিদ্যালয়ের সভাপতি, অত্র বিদ্যালয়ের উপদেষ্টা কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিন প্রধান ও ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান সফল মেম্বার রাজিব হোসাইন সওদাগর এবং অত্র বিদ্যালয়ের পরিচালক ও অন্যান্য শিক্ষক মন্ডলীগন।
ভর্তি সংক্রান্ত নিয়মাবলীঃ
ভর্তি সংক্রান্ত নিয়মাবলীঃ
* কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে।
* ভর্তিচ্ছুক ছাত্র/ছাত্রী পূর্বে কোন স্কুলে অধ্যয়নরত থাকলে সেই স্কুল ত্যাগের সার্টিফিকেট (T.C) ভর্তি ফরমের সাথে জমা দিতে হবে।
* শিক্ষার্থীর ২কপি ছবি এবং জন্ম সনদের ফটোকপি আনতে হবে।
* প্লে-গ্রুপঃ যারা কিছুই লিখতে বা বলতে পারে না।
* নার্সারীঃ যারা কিছু লিখতে বা বলতে পারে।
* অন্যান্য সকল শ্রেণীতে ভর্তিচ্ছুক ছাত্র/ছাত্রীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করে নির্বাচিত হতে হবে।
আরো অধিক তথ্যের জন্য, যোগাযোগঃ প্রধান শিক্ষক, 01829-166499
সহকারি প্রধান শিক্ষক, 01817-069242,
পরিচালক, 01885-231838 গ্রীন লীফ্ চাইল্ড স্কুল।