আসসালামু আলাইকুম,
সু-প্রিয় সূধীজন,
মহাগ্রন্থ আলকুরআনের প্রথম বাণী হল “ইকরা” অর্থাৎ পড়, মানব জাতীর মুক্তির সনদ আল-কুরআনের এ বাণীই প্রমান করে লেখাপড়া তথা শিক্ষার প্রতি কিরুপ গুরুত্ব, প্রতিযোগিতা মূলক ও জ্ঞান বিজ্ঞানের জগতে শিক্ষার কোন বিকল্প নেই। এ শিক্ষা শুধুমাত্র পুঁথিগত শিক্ষাই নয়। যে শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে। আর শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ করে নৈতিক দিয়ে পরিপূর্ণ সক্ষম ব্যক্তিত্বে পরিণত করবে। আমরা এ মহান দায়িত্ব নিয়ে কাজ শুরু করতে চাই। তাই আমরা ১৯৯৯ইং এর শেষ প্রান্তে এসে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য কতিপয় যোগ্য নাগরিক তৈরি করার মানসে ঐতিয্যবাহী কুশিয়ারা গ্রামের প্রাণ কেন্দ্রে “গ্রীন লিফ্ চাইল্ড স্কুল” প্রতিষ্ঠা করেছি। আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া পেলে গ্রামীন এলাকার ছাত্র/ছাত্রীদের সাথে প্রতিযোগিতা করার মত অবস্থানে নিয়ে যেতে পারব বলে আশা রাখি,ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হউন।
প্রতিষ্ঠাতা পরিচালক-
মোঃ এমরান হোসেন (সাগর)